ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:

সংকটে  প্রস্তুত থাকতে বললেন এমাজউদ্দীন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ২৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


দেশের বর্তমান সংকট মোকালোয় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহম্মেদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা এমকে আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।

এমাজউদ্দীন বলেন, সংকট মোকাবেলায় নিজের ওপর আস্থা রাখতে হবে। যা ন্যায়, যা সত্য তার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আজকের সংকট একদিনে হয়নি। এর জন্য দায়ী আওয়ামী লীগ। বিগত ১০ বছরে সরকারি চাকরিতে মেধাবীরা সুযোগ পাননি। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। নিয়োগপ্রাপ্তরা ভুলেই গেছেন, তারা কোনো নির্দিষ্ট সরকারের নন, জনগণের কর্মকর্তা। জনগণের কষ্টার্জিত অর্থে তার মাইনে হয়। তাদের কল্যাণই তার কাজ।

ঢাবির সাবেক এই ভিসি বলেন, এই সরকার সবখানে ষড়যন্ত্র খোঁজে। জাতীয় ঐক্যকেও তারা ষড়যন্ত্র বলছে। কিন্তু, রাষ্ট্রের কর্মচারীদের দলীয় কাজে ব্যবহার করাটাই বড় ষড়যন্ত্র।

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।


নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত